বায়েজিদের পিন্টু হত্যা মামলার ৭ আসামি রিমান্ডে

চট্টগ্রাম নগরীর বায়েজিদে পিন্টু হত্যা মামলায় গ্রেপ্তার ৭ আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন আদালতে এ রিমান্ডের আদেশ দেন।

আসামিরা হলেন—মো. দেলোয়ার হোসেন ওরফে সেভেন দেলু, মো. আলম, মো. মহিউদ্দিন ওরফে গোলাপ, মো. হাসান ওরফে কিরিচ হাসান, মো. মোবারক হোসেন বাপ্পি, মো. শাহীন ও মো. কামরুল ইসলাম। এর মধ্যে মো. দেলোয়ারকে ৩ দিন, মো. আলম, মো. হাসান ও মো. মহিউদ্দিনকে ২ দিন এবং মো. মোবারক হোসেন বাপ্পি, মো. শাহীন ও মো.কামরুল ইসলামের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ৩০ আগস্ট হিলভিউ এলাকায় পূর্বশত্রুতার জেরে আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টুকে চার থেকে পাঁচজনের সন্ত্রাসীর গ্রুপ ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বায়েজিদ বোস্তামী থানায় ৮ জনের নামসহ অজ্ঞাত ৫ থেকে ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

বাদিপক্ষের আইনজীবী মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু হত্যা মামলার ঘটনায় গ্রেপ্তার ৭ জনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালতে আসামি ও মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতে শুনানি শেষে ৭ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

আইএমই/এএইচ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm