চট্টগ্রামে এপিক প্রপার্টিজের নতুন আবাসন প্রকল্পের নির্মাণকাজ শুরু

চট্টগ্রামে এপিক প্রপার্টিজের নতুন আবাসন প্রকল্প ‘এপিক ফয়েজ ম্যানোর’-এর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর নগরীর লালখান বাজার চাঁনমারি রোডে প্রকল্পটির গ্রাউন্ডব্র্যাকিং অনুষ্ঠানের মাধ্যমে এ কাজ শুরু হয়। উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস এম আবু সুফিয়ান ও পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন।

২৩ বছরের অভিজ্ঞতায় আবাসন খাতে পরিচিত এপিক প্রপার্টিজ নতুন প্রকল্পেও গ্রাহকের পছন্দ ও আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয় রাখছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকৌশলী এস এম আবু সুফিয়ান বলেন, ‘গ্রাহকের আস্থা ও রুচির সমন্বয়েই আমরা প্রকল্প তৈরি করি। শতভাগ প্রতিশ্রুতি পূরণ করা কঠিন হলেও সর্বোচ্চ মান বজায় রাখতে আমরা চেষ্টা করে যাচ্ছি।’

ভূমি মালিক প্রকৌশলী শেখ হাছান শহীদ অনুষ্ঠানে বলেন, ‘রিয়েল এস্টেট খাতে অনেক কোম্পানি থাকলেও আমরা এপিক প্রপার্টিজকে বেছে নিয়েছি তাদের দক্ষ ব্যবস্থাপনা ও সময়মতো প্রকল্প হস্তান্তরের সুনামের কারণে।’

গত দুই দশকে এপিক প্রপার্টিজ চট্টগ্রামে ৭০টির বেশি আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প নির্মাণ ও হস্তান্তর করেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm