বিদেশ থেকে এসেই সম্পত্তির জন্য অসুস্থ পিতাকে মারধর, দুই ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে স্থাবর-অস্থাবর সম্পত্তি লিখে না দেওয়ায় স্ত্রীর মদদে দুই ছেলে মিলে অসুস্থ বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুই ছেলেকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। রোববার এ ঘটনায় স্ত্রী ও দুই ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঘটনার শিকার অসুস্থ বৃদ্ধ নুরুল ইসলাম (৭৫)। হামলায় গুরুতর আহত হন তিনি।

গ্রেপ্তার দুই জন হলেন—মোহাম্মদ মহিম উদ্দিন (৪১) ও মোহাম্মদ বোরহান উদ্দিন (২৭)। তারা দুই জনই প্রবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শনিবার মসজিদে এশার নামাজ পড়ে বাসায় ফেরার পর রাত ১০টার দিকে দুই ছেলে মোহাম্মদ মহিম উদ্দিন ও মোহাম্মদ বোরহান উদ্দিন আকস্মিকভাবে তার বাবার শয়নকক্ষে ডুকে স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি তাদের নামে লিখে দিতে বলে। বৃদ্ধ নুরুল ইসলাম তাদের কথায় রাজি না হলে দুই ভাই এক সঙ্গে বৃদ্ধ বাবার ওপর হামলা করে। বোরহান তার বাবার দুই হাত ধরে রাখে আর মহিম এলোপাতাড়ি কিলঘুঁষি মারতে থাকে।

এ সময় ভবনের দ্বিতীয় তলার বাসা থেকে নুরুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম হাঁতুড়ি ও কিরিচ নিয়ে নিচতলার ওই কক্ষে নেমে এসে স্বামীকে আঘাত করতে ছেলেদের হাতে এগুলো তুলে দেয়। বড় ছেলে মহিম হাঁতুড়ি দিয়ে বৃদ্ধ বাবার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। এক পর্যায়ে ছেলেরা তার গলাটিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।

খবর পেয়ে মেঝ ছেলে রাসেল বাসায় এসে দুই ভাইয়ের হাত থেকে পিতাকে বাঁচাতে চাইলে তাকেও মারধর করা হয়।

রাসেল জানান, বাড়ির গেট ও ঘরের দরজা বন্ধ করে রাখায় প্রতিবেশীরা বাসায় ডুকতে পারেননি। তিনি দেওয়াল টপকিয়ে বাসায়
ঢুকেন। বড় ভাই মহিম দুবাই ও ছোট ভাই বোরহান কাতার প্রবাসী। শনিবার বিকালে তারা দুজন দেশে আসে। তাদের সঙ্গে থাকেন মা। বাবা থাকেন তার সাথে। প্রায় ৬-৭ বছর ধরে বাবা বিভিন্ন রোগে অসুস্থ।

বৃদ্ধ নুরুল ইসলাম জানান, সম্পত্তির লোভে স্ত্রী এবং দুই ছেলে মহিম ও বোরহান পরিকল্পিতভাবে আমাকে হত্যার করার জন্য হামলা চালায়। মেঝ ছেলে রাসেল না এলে তারা আমাকে খুন করে ফেলতো। আমি অসুস্থ হওয়ার পর স্ত্রী ও দুই ছেলে আমার সেবাযত্ন করা তো দূরের কথা, কোনো খোঁজখবরই রাখে না। এখন তারা সম্পত্তির জন্য মরিয়া হয়ে উঠেছে।

এ ব্যাপারে চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, রাতে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। সম্পত্তির জন্যই দুই ছেলে পিতার ওপর হামলা চালায়। শনিবার বৃদ্ধ নুরুল ইসলাম দুই ছেলে ও স্ত্রীর নামে থানায় মামলা দায়ের করেছেন। মামলা রুজুর পরই অভিযান চালিয়ে মহিম উদ্দিন ও বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm