যুক্তরাজ্যের লন্ডনের ইলফোর্ডের ভ্যালেন্টাইন্স পার্কে প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ফটিকছড়ি কমিউনিটি ইউকে’র বার্ষিক পিকনিক ২০২৫।
রোববার (১৭ আগস্ট) আয়োজিত এ পিকনিকে বিপুল সংখ্যক ফটিকছড়িবাসীসহ লন্ডনের বিভিন্ন অঙ্গনের সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন।
পিকনিক উদযাপন কমিটির আহ্বায়ক সরওয়ার হোসেনের পরিচালনায় পিকনিকের সূচনা হয় আজমল করিম জুয়েলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে। উদ্বোধনী অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব শেখ মো. নাসের। পরে শুরু হয় মূল অনুষ্ঠান, যেখানে দুপুরের খাবার, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও আড্ডায় জমে ওঠে অংশগ্রহণকারীরা। আনন্দঘন এই আয়োজনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পিকনিকের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আহ্বায়ক কাজী ফয়েজুল আলম, সদস্য সচিব শেখ মো. নাসের, সরওয়ার হোসেন, এমদাদ হোসেন, আজমল করিম জুয়েল, মীরা বড়ুয়া, ইব্রাহিম জাহান, সৈয়দ রাসেল, আনোয়ার হোসেন, নাছির উদ্দিন, সাইফুল আজম, আলতাফ হোসেন ও মোর্শেদ হাসান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগির আলম, কাউন্সিলর আকতারুল আলম, ইসহাক চৌধুরী, অনুপম সাহা, শওকত হোসেন প্রমুখ।
সবশেষে কমিটির পক্ষ থেকে অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে ‘ফটিকছড়ি কমিউনিটি ইউকে পিকনিক ২০২৫’-এর সমাপ্তি ঘোষণা করা হয়।