সিএমপি কমিশনারের গোপন বার্তা ফাঁস, ভেতরের ‘বিশ্বাসঘাতকে’র খোঁজে হুলস্থুল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোপন ওয়্যারলেস বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়েছেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা। সম্প্রতি সিএমপি কমিশনার হাসিব আজিজের দেওয়া এক কঠোর নির্দেশনার ভিডিও কারা বাইরে পাঠিয়েছে তা খুঁজে বের করতে তদন্তে নেমেছে সিএমপি।

গত মঙ্গলবার (১২ আগস্ট) রাতের অভিযানের সময় ওয়্যারলেস বার্তায় কমিশনার নির্দেশ দেন, ‘অপরাধীরা অস্ত্র বের করলেই গুলি চালাতে হবে।’ তিনি আরও বলেন, ‘শুধু রবার বুলেট নয়, প্রতিটি টহল ও মোবাইল টিমকে আগ্নেয়াস্ত্র ও লাইভ এমুনিশন সঙ্গে রাখতে হবে।’

ধারণা করা হচ্ছে, এই বক্তব্যই মোবাইলে রেকর্ড করে পুলিশ সদস্যদের কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এর আগেও সিএমপি কমিশনার হাসিব আজিজের একাধিক ওয়্যারলেস বার্তা ফেসবুকে ভাইরাল হতে দেখা গেছে।

ফাঁস হওয়া ৩ মিনিট ৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কোনো ভবনের ভেতর থেকে ওয়াকিটকির বার্তা রেকর্ড করা হয়েছে। সিএমপি সূত্র জানিয়েছে, ভিডিওতে দৃশ্যমান টাইলস মোড়ানো ফ্লোরসহ বিভিন্ন ক্লু বিশ্লেষণ করে ফাঁসকারীদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি গোয়েন্দা সোর্সও কাজে লাগানো হচ্ছে।

কর্মকর্তাদের ধারণা, কমিশনারের ওপর ক্ষোভ থেকেই অভ্যন্তরীণ কোনো সদস্য এই কাজ করতে পারে। তাদের মতে, পুলিশের জন্য দেওয়া গোপন নির্দেশনা বাইরে চলে যাওয়া নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে এবং বাহিনীর ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলেছে।

তবে মাঠপর্যায়ের অনেক সদস্য বলছেন, ভিডিও প্রকাশের পর কমিশনারের কঠোর নির্দেশনায় তারা উজ্জীবিত হয়েছেন।

এর আগে সোমবার গভীর রাতে নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিলে হামলার সময় বন্দর থানার এসআই আবু সাঈদ রানা গুরুতর আহত হন। ওই ঘটনার পরই কমিশনার এই নির্দেশ দেন।

জেজে/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm