নাফ নদী সাঁতরে অর্ধ শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ, অপেক্ষায় আরও ৫০ হাজার

কক্সবাজারের টেকনাফের সীমান্ত দিয়ে প্রায় অর্ধ শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে। এদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে বলে জানা গেছে।

মিয়ানমার থেকে পালিয়ে আসা এসব রোহিঙ্গারা টেকনাফের ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। নাফ নদী সাঁতরে তারা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জানা গেছে, জান্তা সরকার ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির চলমান সংঘাতের কারণে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছেন আরও প্রায় ৫০ হাজার রোহিঙ্গা। সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থান নেওয়া এসব মানুষ যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারে।

সোমবার (১৮ আগস্ট) বিকালের দিকে এসব রোহিঙ্গা টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, কিছু শিশু ও যুবক হঠাৎ দৌড়ে সড়কে উঠে আসছেন। এ সময় তাদের শরীরে ভেজা কাপড়চোপড় ছিল।

তবে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান রোহিঙ্গা অনুপ্রবেশের কথা অস্বীকার করেন।

এদিকে ক্যাম্প ২৬ ও ২৭-এর ইনচার্জ খানজাদা শাহরিয়ার বিন মান্নান জানান, কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে শুনেছি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm