চট্টগ্রামের পটিয়ায় বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় ২১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন জেলা ও দায়রাজজ আদালত চট্টগ্রাম।
বৃহস্পতিবার (২২ মে) জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে আসামিরা হাজির না হয়ে ২য় বারের মতো সময়ের আবেদন করলে আদালতের বিচারক নুরুল ইসলাম মানিক আসামিদের সময়ের আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলার বাদিপক্ষের আইনজীবী ফোরকানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া আসামিরা হলেন—পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের মো. এরশাদ ওরফে সাদ্দাম মেম্বার, সামশুল আলম ওরফে কারা সামশু, শহিদুল আলম, সাইফুল ইসলাম অভি, নুরুল আলম মনা, আশিকুর ইসলাম খোকন, নাজমুল ইসলাম অভি, সাদ্দাম হোসেন, দীপন বড়ুয়া, শামসুল আলম, নিউটন তালুকদার, মো. জহির প্রকাশ মাছ জহির, বরুণ তালুকদার, আব্বাস উদ্দিন ছোটন, ফরিদুল হক ফরিদ, জসিম উদ্দিন, মো. আলম, রতন মুখার্জি, প্রভাকর বড়ুয়া টিটু, রক্তিম মজুমদার ও ভোলা মজুমদার।
বাদিপক্ষের আইনজীবী ফোরকানুল ইসলাম বলেন, পটিয়ার একটি বিস্ফোরক ও হত্যাচেষ্টার মামলার ২১ জন আসামি গত ১০ মার্চ মহামান্য হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পান। এরপর গত ১৫ মে আদালতে তারা সময়ের আবেদন করলে আদালত তাদের আবেদন মঞ্জুর করে এক সপ্তাহ পর বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন।
বৃহস্পতিবার আসামিরা আদালতে সশরীরে হাজির না হয়ে ২য় বারের মতো সময়ের আবেদন করলে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আদেশ দেন।
এদিকে গত বছরের ২৯ অক্টোবর উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা এলাকার ব্যাবসায়ী সাদ্দাম হোসেন বাদি হয়ে পটিয়া থানায় মামলাটি দায়ের করেন। সে মামলায় প্রধান আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাবেক হুইপ ও পটিয়ার সাবেক সংসদ সদস্য সামশুল হক চৌধুরীসহ ১২১ জনের বিরুদ্ধে এজহারভুক্ত আসামি করে মামলা দায়ের করেন। এতে আরো ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মামলায় হুইপপুত্র নাজমুল করিম চৌধুরী শারুন, হুইপের দুই ছোট ভাই ফজলুল হক চৌধুরী মহব্বত, মুজিবুল হক চৌধুরী নবাব, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, মোজাম্মেল হক রাজধন, নুরুল হুদা, এমরান, যুবলীগ নেতা সাইফুল হাসান টিটু, মহিম, বাবর, জাবেদ সরওয়ার, কায়ছার, সাদ্দাম, সাইফুজ্জামান মানিক, আব্বাস উদ্দিন ছোটন, ছাত্রলীগ নেতা কপিল উদ্দিন, সাইফুল ইসলাম, পটিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর সরওয়ার কামাল রাজিব, গিয়াস উদ্দিন আজাদ, ইঞ্জি. রুপক কুমার সেনসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ২১ আসামিকে এ মামলায় আসামি করা হয়েছিল।
ডিজে



