চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বিভিন্ন আবাসিক হোটেলে সাঁড়াশি অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩০ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
বৃহস্পতিবার (২২ মে) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
ওসি জানান, আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করা হয়েছে। মহানগর অধ্যাদেশ আইনের ৭৬ ধারায় অপরাধের ভিত্তিতে ১০৩ ধারায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গত বছরের ২৮ ডিসেম্বরও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১৩ নারী-পুরুষকে গ্রেপ্তার করে পুলিশ। সেবার বহদ্দারহাটের হোটেল গুলজার, নিরিবিলি ও পপুলার হোটেলে অভিযান চালানো হয়।
চান্দগাঁও থানা সূত্রে জানা গেছে, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেজে/ডিজে