ভূজপুর ট্র্যাজেডির ৫ মামলা প্রত্যাহারে ৩০ দিনের আল্টিমেটাম

চট্টগ্রামের ফটিকছড়িতে ২০১৩ সালে ঘটে যাওয়া আলোচিত ভূজপুর ট্র্যাজেডির পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দারা। মিথ্যা মামলায় হাজিরা দিতে দিতে নিঃস্ব হয়েছেন শত শত পরিবার। এক যুগ পেরিয়ে গেলেও মিলেনি সামাধান, পরিবারের মুখ দেখেননি বহু মানুষ।

শুক্রবার (১১ এপ্রিল) মামলা থেকে মুক্তি পেতে ‘ভূজপুর মজলুম ঐক্য পরিষদ’র ব্যানারে কাজিরহাট বাজারের দক্ষিণমাথা যাত্রী ছাউনি সংলগ্ন সড়কে মানববন্ধন করেছেন শত শত ভুক্তভোগী পরিবারে। মানববন্ধনে বক্তারা মামলা প্রত্যাহারে ৩০ দিনের আল্টিমেটাম দিয়েছেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে পরিষদের সভাপতি মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আসগর সালেহী সঞ্চালনায় বক্তারা বলেন, ২০১৩ সালের ১১ এপ্রিল ফটিকছড়ির ভূজপুর থানা সংলগ্ন কাজীরহাটে আওয়ামী সন্ত্রাসীদের দুই গ্রুপের তাণ্ডবে তিনজন নিহত ও শতাধিক সাধারণ মানুষ আহত হন। এ ঘটনায় ৫ মামলায় নিরীহ মানুষদের মামলার আসামি করে কোটি টাকার বাণিজ্য করে আওয়ামী দোসররা। এতে সর্বস্ব হারিয়েছে বহু পরিবার। আমরা অনতিবিলম্বে ভূজপুর ট্র্যাজেডি মামলা প্রত্যাহার দাবি করছি।

বক্তারা মামলা প্রত্যাহার না হলে হরতালসহ বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ভূজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শফিউল আলম নূরী, হেফাজত নেতা আল্লামা জুনাইদ বিন জালাল, নুরুল ইসলাম তালুকদার, মোহাম্মদ জসিম উদ্দিন, হাফিজুর রহমান, জিয়াউর রহমান, নাজিম উদ্দীন বাচ্চু, মাওলানা এরশাদ বিন জালাল, মাওলানা এম নিজাম উদ্দীন, রনজিত কুমার পাল, বিজন বড়ুয়া।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm