জিপিএইচ ইস্পাত কারখানার লিফটের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় লিফটের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। তারা ঠিকাদারের আওতায় এসির কাজ করতেন।

নিহতরা হলেন—মীরসরাই উপজেলার কুরুয়া গ্রামের শামসুল আলমের ছেলে মো. রিফাত (২৫) ও উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের রোসনুজ্জামানের ছেলে মো. মোস্তফা (১৯)।

রোববার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার রড তৈরি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে কারখানায় এসির কাজ করার সময় লিফটের তার ছিঁড়ে পড়ে গিয়ে দুজন গুরুতর আহত হন। এ সময় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারখানায় দায়িত্বরত কর্মকর্তা অভীক ওসমান বলেন, নিহত দুজনেই ঠিকাদার নুরছাফার তত্ত্বাবধানে কাজ করতেন। ওরা দুজনেই সকালে নিয়ম লঙ্ঘন করে স্ক্র্যাপ উত্তোলনে ব্যবহার হওয়া পাঁচশ কেজি ধারণ ক্ষমতার একটি লিফট করে ওপরে উঠতে গিয়ে তার ছিঁড়ে পড়ে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় এসির কাজ করার সময় লিফটের তার ছিঁড়ে মোস্তফা ও রিফাত নামে দুই শ্রমিক নিহত হয়। নিহত দু’জনের লাশ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm