চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে সাবেক এক ইউপি চেয়ারম্যানের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এসব মাছের বাজার মূল্য ২ লাখ টাকার বেশি বলে জানা গেছে।
রোববার (১৩ এপ্রিল) মধ্যরাতের কোনো এক সময় উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিদুয়ানুল হক সুমনের পুকুরে এ ঘটনা ঘটে। সোমবার সকালে ফজরের নামাজ আদায় করার জন্য চেয়ারম্যানের বাড়ির পাশের লোকজন পুকুরে ওজু করতে গেলে বিষয়টি নজরে আসে।
উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়ন (ইউপি) পরিষদের সাবেক চেয়ারম্যান রিদুয়ানুল হক সুমনের দাদা শফিকুর রহমান ও ছোট ভাই মো. সাকিব জানান, আমরা সপরিবারে চট্টগ্রাম শহরে বসবাস করি। সোমবার সকালে ফজরের নামাজ আদায় করার জন্য পুকুরে ওজু করতে গিয়ে বাড়ির পাশের লোকজন দেখেন, পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। এরপর এলাকার লোকজন মোবাইলে বিষয়টি আমাদের জানায়। পুকুরে কে বা কারা রাতের আঁধারে মাছ মরার বিষ প্রয়োগ করেছে।
এ ঘটনায় আনুমানিক ২ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানান তারা।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, আমি খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখছি।
ডিজে