উখিয়ায় র‌্যাব দেখে বিদেশি রাইফেল ও এলজি ফেলে পালালো দুর্বৃত্তরা

কক্সবাজারের উখিয়া থেকে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব। এর মধ্যে রয়েছে ১টি এলজি, ১টি বিদেশি এয়ার রাইফেল, ৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি,৩ রাউন্ড বার বোরের তাজা কার্তুজ ও ১ রাউন্ড বার বোরের খালি কার্তুজ।

রোববার (২৯ জুন) দুপুরে উপজেলার থাইংখালী উত্তর হাজিরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ম ফারুক।

র‌্যাব জানায়, উখিয়ার পালংখালী ইউনিয়নের উত্তর হাজিরপাড়া এলাকায় কিছু বাঙালি এবং রোহিঙ্গা সদস্যরা ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছেন—এমন সংবাদের ভিওিতে অভিযান চালায় র‌্যাব। তবে
উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে গেলেও অস্ত্র ও গোলাবারুদ ফেলে যায়।

পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm