নির্বাচনে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন, সদস্য সংগ্রহ কর্মসূচিতে মীর হেলাল

বিএনপি’র কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র না করে নির্বাচনে আসুন, নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ নিন। যারা নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করবেন তারা এদেশের মাটিতে গণধিকৃত হবেন।

রোববার (২৯ জুন) বিকেলে স্থানীয় আলিপুর হাই স্কুল মাঠে হাটহাজারী পৌর বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, দেশে নির্বাচনের সম্পূর্ণ পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি সত্যিকারের দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠার জন্য উন্মুখ হয়ে আছে।

বিএনপি মাটি ও মানুষের সংগঠন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ঘর বিএনপির এক একটি দুর্গ। অতীতে আওয়ামী লীগ বিএনপিকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ভয় পেত। এখন দেশের নির্বাচন বিরোধীরা বিএনপিকে নির্বাচনের মাঠে মোকাবেলা করতে সাহস না পেয়ে অনির্বাচিত সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। মধ্য ফেব্রুয়ারির পরে একদিনও নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মেনে নেবে না। তালবাহানা না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন। প্রয়োজনীয় সংস্কার জনগণের সরকারই করবে।

তিনি আরও বলেন, দেড় যুগ ধরে একটি ভোটবিহীন অবৈধ ক্ষমতা দখলকারী স্বৈরাচার শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছিল বিএনপি। গুম, খুন, অত্যাচার নির্যাতন সহ্য করে এখন পর্যন্ত ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার লক্ষ্যে বিএনপিই মাঠে টিকে আছে। যদি আবার কোনো নতুন ষড়যন্ত্র দেখতে পায় তাহলে জনগণকে সাথে নিয়ে ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে রাজপথেই অবস্থান নেবে বিএনপি। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মো. রফিক এবং পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ শুক্কুর।

৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য আবুল হাসনাত, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হারুন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন ও সাবেক সহসভাপতি আসিফ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা ছাত্রদল সভাপতি তকিবুল হাসান চৌধুরী ত্বকী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, উত্তর জেলা জাসাস সভাপতি সাইফুল ইসলাম টুটুল, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলাল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল কবির তালুকদার, যুগ্ম সম্পাদক জিএম সাইফুল এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী রকি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm