রাউজানের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে মায়েদের জন্য একদল তরুণের অন্যরকম আয়োজন

চট্টগ্রামে ভিন্ন আয়োজনের মধ্যদিয়ে মা দিবস উদযাপন করেছে বিভিন্ন পেশার একদল তরুণ। বয়স্ক পুনর্বাসনে থাকা মায়েদের সঙ্গে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে বিশ্ব মা দিবস উদযাপন করেছে তারা। পরিবার থেকে দূরে থাকা, সন্তানহারা এসব মায়েরা এমন আয়োজনে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। আয়োজকরা বলছেন, এসব মায়েরা পরিবার ছাড়া বয়স্ক পুনর্বাসনে মানসিক কষ্টের মধ্যদিয়ে যায়। পরিবারের কাছ থেকে তারা আদর-ভালবাসা বঞ্চিত। পরিবারবিহীন এসব মায়েদের পুনর্বাসন জীবনে কিছু মুহূর্তে হাসি ফুটাতে আমাদের ক্ষুদ্র এই চেষ্টা।

রোববার (১১ এপ্রিল) চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ায় অবস্থিত এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবছর মে’র দ্বিতীয় রবিবার বিশ্বজুড়ে এই দিবস পালিত হয়।

মানবাধিকারকর্মী বিপ্লব পার্থের নেতৃত্বে আমেনা বশর বয়স্ক পুর্নবাসন কেন্দ্রে মায়েদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

বাংলাদেশ জুয়েলারি সমিতির চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক রাজীব ধর তমাল, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা ডা. রাজীব বিশ্বাস, মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি হাটহাজারী উপজেলার সমন্বয়ক আলাউদ্দিন আমিরী, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত,চান্দগাঁও স্বেচ্ছাসেবক দল নেতা বাবলু দেবনাথ, রাজু দাশ, কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজু দাশ, চান্দগাঁও স্বেচ্ছাসেবক দলের রনি দাশসহ আরও বেশ কয়েকজন যুবক আয়োজনে অংশ নেয়।

শুরুতে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের সকলকে লাল গোলাপের শুভেচ্ছা জানান তারা। তাদের সুখ-দুঃখের খবর নেন । তরুণদের এমন ভালবাসা পেয়ে খুশি এসব মায়েরা। বয়স্ক মায়েরা জানান, খাওয়া-দাওয়া খুব ভাল হয়েছে। উনাদের জন্য আমার প্রাণে বলবে। উনাদের জন্য আমাদের অনেক অনেক দোয়া রইল।

আয়োজকরা জানান, সমাজ ও পরিবার গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মা হলো একটি প্রতিষ্ঠান, একটি জগৎ। মায়ের ঋণ কোনোদিন শোধ হবার নয়। এই পৃথিবীর মা-ই হলো আমাদের সবচেয়ে কাছের আপনজন। আমরা উনাদের সঙ্গে কথা বলব। আমরা উনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। অনেকে স্বাস্থ্য ঝুঁকিতে আছে। কিভাবে চিকিৎসা সেবা দেওয়া যায়, তার ব্যবস্থা করব।

তরুণ মানবাধিকারকর্মী বিপ্লব পার্থ বলেন, আজ ১১ মে, বিশ্ব মা দিবস। আমরা এই বৃদ্ধাশ্রমের মায়েদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। আমরা চাই, এই পৃথিবীতে সকল মায়েরা ভাল থাকুক। সমাজের মায়েরা অবহেলিত না থাকুক, কষ্টে না থাকুক। এটাই আমাদের চাওয়া।

এমএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm