রাঙ্গুনিয়ায় ডা. রেজাউলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ২৫০০ রোগী

স্বপ্নের রাঙ্গুনিয়া গড়ার প্রত্যয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। তার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় রাঙ্গুনিয়ায় ফের অনুষ্ঠিত হলো বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম।

পার্কভিউ হাসপাতাল ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে সম্প্রতি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার বিভিন্ন গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসা নেন। দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় আড়াই হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ নেন।

চিকিৎসাসেবা নিতে আসা একাধিক রোগী বলেন, রাঙ্গুনিয়ার মতো দূরবর্তী এলাকায় এ ধরনের মানসম্মত মেডিকেল ক্যাম্প আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য এটি ছিল অত্যন্ত সহায়ক উদ্যোগ।

এদিকে ডা. এটিএম রেজাউল করিম বলেন, স্বপ্নের রাঙ্গুনিয়া গড়তে হলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবা তাদের অন্যতম অধিকার। তাই আমি সবসময় চেষ্টা করি মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে। ভবিষ্যতেও এমন উদ্যোগ চলমান থাকবে।

ক্যাম্পে মেডিসিন, শিশু, গাইনি, চক্ষু, অর্থোপেডিকসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসাসেবা দেন।

স্থানীয় সচেতন মহল বলছে, সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ রাঙ্গুনিয়ার সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে।

ksrm