চট্টগ্রামের পটিয়ায় গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি দেশিয় অস্ত্র ও চাকু উদ্ধার করা হয়।
আহত যুবকের নাম মো. ওসমান হোসেন সানি (২৮)। সে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের আমজুরহাট এলাকার মোহাম্মদ নুরের পুত্র। সানির বিরুদ্ধে পটিয়া থানায় মামলা রয়েছে।
মঙ্গলবার (১৮ মে) দুপুরে সানিকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে সোমবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বাণীগ্রাম গরুলোটা খালের ব্রিজ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
মূলত স্থানীয় সন্ত্রাসীদের দ্বন্দ্বের জের ধরে মারধর ও পরবর্তীতে হাতে অস্ত্র তুলে দিয়েছে বলে প্রাথমিক ধারণা করছেন পুলিশ।
জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক ছত্রছায়ায় একাধিক সন্ত্রাসী গ্রুপ বর্তমানে সক্রিয়। তারা জায়গা দখল-বেদখল ছাড়াও বেশ কিছুদিন ধরে পটিয়ায় অস্ত্র, গুলি ও ইয়াবা ব্যবসা করে আসছে। সন্ত্রাসীদের দ্বন্দ্বের জের ধরে প্রায় সময় মারামারির ঘটনা ঘটছে। সোমবার রাতে কোলাগাঁও বাণীগ্রাম এলাকায় সানিকে ডেকে নিয়ে প্রতিপক্ষের লোকজন মারধর করে গুরুতর আহত করে তার হাতে একটি অস্ত্র তুলে দিয়ে পাশে একটি চাকু রেখে চলে যায় প্রতিপক্ষ। খবর পেয়ে কালারপুল পুলিশ ফাঁড়ির একটি টিম সানিকে রাতে উদ্ধার করে পটিয়া হাসপাতালে ভর্তি করে। সানিকে মারধরের পর তার হাতে অস্ত্র তুলে দিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দিয়ে ভাইরাল করেছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, স্থানীয় দুটি সন্ত্রাসী গ্রুপের দ্বন্দ্বের জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। তবে অস্ত্র সানির হাত থেকে পাওয়া না গেলেও তার পাশ থেকে পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাবাদ শেষে তাকে ৫৪ ধারায় আদালতে পাঠানো করা হয়েছে। তবে প্রকৃত ঘটনা বের করতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
এসএ