করোনার প্রভাবে যেখানে স্বাভাবিক জীবন বিপর্যস্ত, যখন মানুষ অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না তখন একদল যুবক ঈদের খুশিতে পিকআপ সাউন্ডবক্স লাগিয়ে নাচতে নাচতে যাচ্ছেন পিকনিকে। পথিমধ্যে তাদের আয়োজনে বাগড়া দিল বাঁশখালী উপজেলা প্রশাসন। সামাজিক দূরত্ব লঙ্ঘন ও উচ্চমাত্রার শব্দ দূষনের দায়ে তাদের গুনতে হল জরিমানা।
মঙ্গলবার (১৮ মে) বাঁশখালীর গুনাগরী বাজার এলাকায় অভিযান চালানোর সম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ পিকআপ ভ্যানকে ১৫০০ টাকা জরিমানা করেন।
বাঁশখালী ইউএনও চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘করোনা বিস্তার ঠেকাতে সরকারী নির্দেশ অনুযায়ী আমাদের ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলতে থাকবে। যারাই সরকারী নির্দেশ অমান্যকরার চেষ্টা করবে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’
বিএস/এমএফও