কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত তিন বছরের শিশু মোহাম্মদ ইছা মুক্তিপণ ছাড়াই অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে চট্টগ্রামের চন্দনাইশ থেকে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে ক্যাম্পের আঙিনায় খেলতে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। দীর্ঘ সময় কেটে গেলেও শিশুটির খোঁজ না পাওয়ায় পরিবার উদ্বেগে পড়ে। একই দিন অজ্ঞাত নম্বর থেকে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
মুক্তিপণের দাবির দুই দিন পর রোববার (৯ নভেম্বর) শিশুটির বাবা মোহাম্মদ আমির আলী ক্যাম্প প্রশাসনের সহায়তায় উখিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। অভিযোগ পাওয়ার পর উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান শনাক্ত করেন, যা ছিল চন্দনাইশে। পরে উখিয়া থানা চন্দনাইশ থানায় আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চেয়ে অনুরোধ পাঠায়।
বার্তা পাওয়ার পর চন্দনাইশ থানার ওসি গোলাম সরওয়ারের নেতৃত্বে বিশেষ দল দ্রুত অভিযান শুরু করে। টানা একদিনের তৎপরতার পর সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার দোহাজারী এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় শিশু ইছাকে।
ওসি গোলাম সরওয়ার জানান, মুক্তিপণের টাকা নিতে আসার কথা থাকলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী পালিয়ে যায়। তবে পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং একই দিন বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
উখিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, দুই থানার সমন্বিত পদক্ষেপে শিশুটিকে কোনো ক্ষতি ছাড়াই ফেরানো সম্ভব হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
উদ্ধারের পর উখিয়ার ক্যাম্পে গিয়ে দেখা যায়, ইছা বাবা-মায়ের কোলে নিরাপদে আছে। পরিবার জানায়, মানসিকভাবে কিছুটা ভীত থাকলেও শিশুটির শারীরিক অবস্থা ভালো। শিশুর বাবা মোহাম্মদ আমির আলী বলেন, তিনি ছেলেকে ফিরে পাবেন বলে আশা করেননি এবং দুই থানার কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়রা জানান, উখিয়া–টেকনাফ এলাকার রোহিঙ্গা ক্যাম্পে সম্প্রতি শিশু অপহরণের ঘটনা বেড়ে গেছে।


