লন্ডনের ঠান্ডা সন্ধ্যায় ফুলের তোড়ায় স্বাগত জানানো হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে। যুক্তরাজ্যের ফটিকছড়ি কমিউনিটি ইউকে তার সফর উপলক্ষে এই অভ্যর্থনার আয়োজন করে, যেখানে প্রবাসী চট্টগ্রামবাসীর উচ্ছ্বাস ও উপস্থিতি অনুষ্ঠানটিকে উৎসবমুখর করে তোলে।

রোববার (৯ নভেম্বর) চট্টগ্রাম সমিতি ইউকে লন্ডনের চাটগাঁ সেন্টারে আয়োজন করে এই সংবর্ধনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারপার্সন নাজিমুদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সেলিম হোসেন।
সমাগম ছিল উৎসুক প্রবাসী চট্টগ্রামবাসীতে পূর্ণ। বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত প্রবাসীরা জানান, চট্টগ্রামসহ দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁরা পাশে থাকতে চান। অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন সকলের সহযোগিতা কামনা করেন।
লন্ডনে অবস্থানকালে ফটিকছড়ি কমিউনিটি ইউকে’র সদস্য সচিব শেখ মো. নাসের, সদস্য মো. ইমদাদ হোসেন, এসপি মাসুদ, ইয়াসিন আলতাফ পারভেজ, ইব্রাহিম জাহান, সৈয়দ রাসেল ও মো. কামালসহ আরও অনেকে ডা. শাহাদাত হোসেনকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
উপস্থিত সবাই জানান, তারা প্রবাসে থেকেও চট্টগ্রামের উন্নয়ন এবং কমিউনিটির সাথে সংযোগ বজায় রাখতে চান।


