সন্দ্বীপ চ্যানেলে স্পিডবোটে ঢুকছিল পানি, ২৭ যাত্রী ফিরে এলেন মৃত্যুকে ছুঁয়ে!

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিতে গিয়ে দুর্ঘটনায় শিকার হয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছে নারী-শিশুসহ ২৭ জন যাত্রী। কুমিরা ঘাটের কাছাকাছি আসার পর হঠাৎ বন্ধ হয়ে এমন দুর্ঘটনার মুখোমুখি পড়েন যাত্রীরা। তবে বোট চালক জ্বালানি শেষ হওয়ার কথা বললেও যাত্রীদের অভিযোগ, উত্তাল ঢেউয়ে বোটের তলা ফেটে যায়।

১৬ জুন (সোমবার) সন্দ্বীপ চ্যানেলের কুমিরাঘাট থেকে এক কিলোমিটার দূরে সাগরে এই ঘটনা ঘটে।

বোটে যাত্রীদের মধ্যে ৩ শিশু, ২ নারী ও একজন প্রবাসী ছিলেন।

বোটের যাত্রীরা জানান, দুপুর ১টার দিকে সন্দ্বীপ গুপ্তছড়া ঘাট থেকে সন্দ্বীপ মেরিন সার্ভিসের একটি স্পিডবোট ২৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমির ঘাটের উদ্দেশ্যে রওনা করে। সাগর তখন প্রচুর উত্তাল ছিল। সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে থাকতেই বোটের তলা ফেটে যায়। পরে কূলের কাছাকাছি আসলে যাত্রীরা নদীতে লাফিয়ে সাঁতার কেটে কূলে আসে।

বোটে থাকা যাত্রী ফুয়াদ জানান, ‘স্পিডবোট কুমিরা ঘাটের কাছাকাছি আসার পর হঠাৎ বন্ধ হয়ে যায়। হঠাৎ কি হয়েছে—জানতে চাইলে বোটের চালক আমাদেরকে বলেন, ‘তেল শেষ হয়ে গেছে’। এর একটু পর দেখি বোটের তলা ফেটে পানি ঢুকছে। তখন ভাসতে ভাসতে বোট তীরের কাছাকাছি আসলে যাত্রীরা নদীতে লাফিয়ে সাঁতরে ঘাটের ওপরে উঠে যাই।’

এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ মেরিন সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দিন বলেন, ‘তীব্র স্রোতের কারণে বোটটি কুমিরা ঘাট থেকে উত্তরে সরে গিয়ে তীরের কংক্রিট ব্লকে ধাক্কা খায়। এতে বোটের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যাত্রীরা সবাই নিরাপদে কূলে পৌঁছাতে সক্ষম হন।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে আজ কেউই বোট চালায়নি। ওখানে আমাদের একজন ট্রাফিক ইন্সপেক্টর ওখানে আছে। তার অগোচরে তারা বোট ছেড়ে দিয়েছে। বিধি মোতাবেক আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm