সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাঘাইছড়ি প্রেসক্লাবের মানববন্ধন

সারাদেশে সাংবাদিকদের নিপীড়ন, হয়রানি ও গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাঘাইছড়ি প্রেসক্লাব ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

মানববন্ধনে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।

শনিবার (৯ আগস্ট) সকাল ১০ টায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম, কোষাধ্যক্ষ মো. মহিউদ্দিন, সদস্য মো. ইমরান হোসেন জুমান।

প্রেসক্লাবের সদস্য মো. মাহমুদুল হাসান সোহাগের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ৭১ টিভির বাঘাইছড়ি প্রতিনিধি ওমর ফারুক সুমন, দেশবার্তা প্রতিনিধি মো. হাসান আলী।

উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশ প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, দৈনিক বায়জিদ প্রতিনিধি আসিফ ইসলামসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, যারা এই হত্যকাণ্ডে জড়িত তারা কোনো দলের নয়, তারা আমাদের কাছে শুধুমাত্র সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। আমরা সংবাদকর্মীরা সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। শুধুমাত্র হত্যাকারীদের গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm