সেনাবাহিনীর চাকরিজীবন থেকে অবসরের পর এমন নির্মম ছিনতাইয়ের শিকার হতে হবে, ভাবেননি আনোয়ার। সেনাবাহিনী থেকে অবসর নিয়ে এস আলম গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন তিনি। মাসের শেষে বেতনের টাকা তুলে বাড়ি ফেরার পথেই তার ওপর নেমে আসে ভয়াবহ দুর্যোগ।
সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলীর মইজ্যারটেক থেকে সিএনজিচালিত অটোরিকশায় উঠে পটিয়ার আনজুরহাট যাচ্ছিলেন তিনি। কিছুদূর যাওয়ার পর মনসা বাদাম এলাকায় অটোরিকশা থামিয়ে যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি চালকের সহায়তায় শুরু করে পরিকল্পিত হামলা।
শুধু টাকা-পয়সা বা মোবাইল নয়, ছিনতাইকারীদের আঘাতে আনোয়ার হারিয়েছেন নিজের দুটি দাঁতও। গুরুতর আহত অবস্থায় পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন।
ভুক্তভোগী জানান, তার কাছ থেকে নগদ ২৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পাঁচজনের একটি সংঘবদ্ধ দল ছিল এতে জড়িত।
স্থানীয়রা বলছেন, মইজ্জ্যারটেক-পটিয়া রুটে ছিনতাই নতুন কিছু নয়। তবে এবার শিকার হলেন একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য থানায় এসে অভিযোগ করেছেন। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।’
এলাকার বাসিন্দারা বলছেন, এ ধরনের সংঘবদ্ধ ছিনতাইচক্র রাতে বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থাকে। অনেক সময় চালকরাও জড়িত থাকে।
জেজে/সিপি