সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল।
রায়ের আদেশে এসআই নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল সাগর দেব, রুবেল শর্মা, পুলিশের সোর্স নুরুল আমিন, নিজাম উদ্দিন ও আয়াজ উদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই আদেশে এপিবিএনের এসআই শাহজাহান আলী, কনস্টেবল মো. রাজীব, মো. আব্দুল্লাহ, পুলিশের কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন, লিটন মিয়া ও পুলিশের কনস্টেবল আব্দুল্লাহ আল মামুনকে খালাস দিয়েছেন আদালত।
এদিকে সকালে এ মামলার রায় ঘোষণার কথা থাকলেও পরে তা পিছিয়ে দুপুরে নেওয়া হয়। এরপর দুপুর ১টা ৫৮ মিনিটে কক্সবাজার কারাগার থেকে বরখাস্তকৃত ওসি প্রদীপ ও বরখাস্তকৃত ইন্সপেক্টর লিয়াকত আলীসহ সকল আসামিকে আদালতে আনা ও তোলা হয়।
এর আগে আদালতে প্রবেশ করেন মামলার বাদি ও নিহত মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।
মাত্র ৩৩ কর্মদিবসে এ মামলার রায় ঘোষণা করেন আদালত।
এমএহক