সেপ্টেম্বরে তিন নিলামে ২০০ লট পণ্য তুলছে চট্টগ্রাম কাস্টমস

সেপ্টেম্বর মাসে তিনটি পৃথক নিলাম ডেকেছে চট্টগ্রাম কাস্টম হাউস। এতে ২০০ লট পণ্যের জন্য বিডারদের দরপত্র আহ্বান করা হয়েছে। লটের পণ্যগুলোর মধ্যে রয়েছে এয়ারকন্ডিশনার (এসি), কংক্রিট, গার্মেন্টস কারখানার উপকরণসহ বিভিন্ন পোশাক। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা কন্টেইনার অপসারণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর মধ্যে ৯ সেপ্টেম্বর ৫৮ লট পণ্য, ২৮ সেপ্টেম্বর ৪১ লট পণ্য এবং ৩০ সেপ্টেম্বর ১০১ লট পণ্য নিলামে তোলা হবে।

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. শফি উদ্দিন জানান, ‘দীর্ঘদিন ধরে বন্দরে পড়ে থাকা কন্টেইনারগুলো অপসারণ জরুরি। এতে বন্দরের কার্যক্রম আরও সচল হবে। পণ্যগুলো নিলামে তুলে বিক্রি করা গেলে জট কমবে। একইসঙ্গে কন্টেইনার হ্যান্ডলিং প্রক্রিয়ায় গতি আসবে। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট ও নিরাপত্তা ঝুঁকি কমাতে ‘নিলাম কমিটি’ গঠন করা হয়েছে। নিলামের মাধ্যমে সরকারের রাজস্বও বাড়বে।

ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন পড়ে থাকা কন্টেইনার জায়গা দখল করে রেখেছিল। এতে আমদানিকারক ও রপ্তানিকারকদের ভোগান্তি পোহাতে হয়েছে। এভাবে নিলাম আরও দ্রুত ও নিয়মিত করা হলে চট্টগ্রাম বন্দরের কাজের গতি আরও বাড়বে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm