সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত লোহাগাড়ার প্রবাসী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নুরুল আলম নামে চট্টগ্রামের এক রেমিট্যান্স যোদ্ধা মারা গেছেন।

৪ ডিসেম্বর, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত নুরুল আলম লোহাগাড়ার আধুনগর আকবর পাড়ার বাসিন্দা। তিনি সালেহ আহমদের ছেলে এবং তিন সন্তানের জনক।

আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, আধুনগর আকবর পাড়ার সৌদি প্রবাসী নুরুল আলম সৌদি আরবের মাহাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে পরিবারের লোকজনের কাছে শুনেছি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিহত নুরুল আলমের মরদেহ দেশে আনার বিষয়ে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।

পারিবারিক সূত্রে জানা যায়, নুরুল আলম প্রায় ১৫ বছর ধরে প্রবাস জীবন অতিবাহিত করেন। তিনি সৌদি আরবের মাহাইল এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। তিনি নিজে ড্রাইভ করে কাপড় জাতীয় পণ্য বিভিন্ন এলাকায় সাপ্লাই দিতেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সৌদি আরবের মাহাইল সড়কে নাদেক কোম্পানির একটি গাড়ির সাথে নুরুল আলমের গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

নিহতের বাবা সালেহ আহমদ জানান, আমার ছেলে নুরুল আলম সৌদি আরব থেকে খুব স্বল্প সময়ে দেশে চলে আসতেন। শেষবার বাংলাদেশে আসার পর প্রায় ৬ মাস আগে জীবিকার তাগিদে আবার সৌদি আরবে পাড়ি জমান। গতমাসে খালা, মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে পবিত্র ওমরা করার জন্য সৌদি আরব নিয়ে যায়। গত সাপ্তাহে মা, খালা, ছোট ভাইয়ের স্ত্রী এবং অন্যান্য আত্মীয় স্বজনদের নিয়ে ওমরা পালন করে আমার ছেলে।

তিনি আরও জানান, বর্তমানে মা, খালা এবং ছোট ভাইয়ের স্ত্রী সৌদি আরবে অবস্থান করছেন। আমার ছেলের মৃতদেহ দেশের বাড়িতে আনার জন্য আইনগতভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে।

ডিজে

ksrm