চট্টগ্রাম নগরীর হালিশহরের জামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় শতাধিক হিফজ শিক্ষার্থীদের নতুন কোরআন শরীফ দিয়েছে ‘দূর্বার তারুণ্য ফাউন্ডেশন’।
সোমবার (১১ আগস্ট) চট্টগ্রাম নগরীর হালিশহরে জামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় উদ্বোধনী অনুষ্ঠানে এসব কোরআন শরীফ বিতরণ করা হয়।
‘শিক্ষা সকলের অধিকার, নতুন বই পাওয়া সবার দরকার’—এই স্লোগানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী হাজী সেলিম বিশ্বাস।
প্রধান অতিথি হাজী সেলিম বিশ্বাস বলেন, ‘আজকের এই উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক। কোরআন শরীফ শুধুমাত্র একটি বই নয়, এটি জীবন পরিচালনার দিকনির্দেশনা। এতিম ও হিফজ শিক্ষার্থীদের হাতে নতুন কোরআন তুলে দিয়ে আপনারা শুধু বই দেননি, বরং তাদের মন ও জীবনে নতুন আলো জ্বালিয়েছেন। আমি আশা করি দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এই মহৎ কাজের ধারাবাহিকতা বজায় রাখবে এবং দেশের প্রতিটি প্রান্তে এই আলো ছড়িয়ে দেবে।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আবু আবিদ বলেন, আমরা কুরআনের পাখিদের দেখতে এসেছি। তাদের খোঁজ-খবর নিতে এসেছি। আসার সময় ভাবলাম প্রতিবছর স্কুল শিক্ষার্থীরা নতুন বইয়ের গন্ধ পায়। তাহলে শুধুমাত্র তাদের বাবা-মা নেই বলে তারা এ আনন্দ থেকে কেন বঞ্চিত হবে? তাই আসার সময় তাদের জন্য নতুন পবিত্র কোরআন শরীফ উপহার হিসেবে এনেছি। আমরা আজ এটি উদ্বোধন করলাম। আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরো বাংলাদেশে ২ হাজারের অধিক এতিম হিফজ শিক্ষার্থীদের নতুন কুরআন শরীফ উপহার দেওয়ার চেষ্টা থাকবে।
উপস্থিত ছিলেন দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের প্রধান জেলা সমন্বয়ক মুহাম্মদ আবু আদিল, মো. জিহাদুল ইসলাম, এ আর তাইমুন, কামরুল ইসলাম, আখতার হোসেন রাফিদ, হাকিমুল হাসান সাকিব, মেহরাজ উদ্দিন মুহিতসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এতিম হিফজ শিক্ষার্থীদের সুস্থতার জন্য বিশেষভাবে প্রার্থনা করা হয়।