কক্সবাজারের উখিয়ার মনখালীতে মাদকাসক্ত বাবার হাতেই খুন হলো তিন বছরের শিশুকন্যা। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালীর কোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরে স্হানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন।
নিহত শিশুর নাম কানিজ ফাতেমা (৩)। তিনি মনখালী গ্রামের অভিযুক্ত আমান উল্লাহর মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার পর তিনি পাশের বাড়িতে কাজে গেলে তার মাদকাসক্ত স্বামী শিশুটিকে খুন করেন। কাজ শেষে শিশুটির মা বাড়িতে গিয়ে দেখেন, একটি ছাগল আর তার সাড়ে তিন বছরের কন্যার মরদেহ পড়ে আছে। পরে স্থানীয়দেরকে ডেকে আনতে গেলে এই সুযোগে মরদেহ খালের পানিতে ভাসিয়ে দিয়ে খাটের নিচে এসে শুয়ে থাকেন আমান। রক্তের দাগ দেখে খাল থেকে মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
এ ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) দু্র্জয় সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাতক বাবাকে আটক করেছে পুলিশ।