৪০ কর্মী ছাঁটাই, ইপিজেডে সড়ক অবরোধ করে শ্রমিকদের প্রতিবাদ

চট্টগ্রাম নগরীর একটি জুতা তৈরির কারখানায় ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে নগরীর ইপিজেড মোড়ে রাস্তার দুপাশে প্রায় আধা ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন তারা। এতে নগরীর গুরুত্বপূর্ণ ওই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানা গেছে, ‘এক্সেল শো’ নামে একটি প্রতিষ্ঠান তাদের ৪০ শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। মালিকপক্ষের দাবি, ওই শ্রমিকরা সহকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করতেন এবং কাজের প্রতি আগ্রহ কম ছিল। তারা কর্তৃপক্ষের কথাও উপেক্ষা করে খারাপ ব্যবহার করতেন। শ্রমিকদের সব পাওনা পরিশোধের পর তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করেন শ্রমিকরা।

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সোলাইমান বলেন, ‘শ্রমিকরা প্রায় ২০ মিনিট ধরে রাস্তা অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। আশ্বাস পাওয়ার পর তারা রাস্তা ছেড়ে দেন। বর্তমানে আমরা প্রতিষ্ঠানের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছি এবং দ্রুত একটি সমাধান বের করার চেষ্টা করছি।’

তবে ‘এক্সেল শো’ নামে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি হননি।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm