৪৮ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া স্মৃতি সংসদের পাল্টা কমিটি

দু’দিনের মাথায় শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পাল্টা কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে চলছে সমালোচনা।

গত ১৭ ফেব্রুয়ারি রাতে সংগঠনটি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন মন্ডল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রথম কমিটি ঘোষণা করা হয়। সে কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করতে নির্দেশনা দেওয়া হয়।

৪১ সদস্যে এ কমিটিতে পটিয়ার মঈনুল আলম ছোটনকে আহ্বায়ক করে আরও ৫ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তারা হলেন—তৌহিদুল ইসলাম, মো. ওয়াহিদুল আলম, সাহাব উদ্দিন, ছৈয়দ নুর ও মজিবুর রহমান। আনোয়ারার গাজী মো. নাছির উদ্দীনকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া আরও ৩৪ জনকে সদস্য করা হয়েছে। তারা হলেন—মোহাম্মদ সাজ্জাদ, মো. নোমানুল হক, আবদুর রহিম, এস.এম রিদুয়ান, হাবিবুর রহমান, ফরিদুল ইসলাম, সাইফুর রহমান, মো. আখতারুজ্জামান বাবলু, মো. ফজলুল করিম, সাদ্দাম হোসেন, মোহাম্মদ সৈয়দ নবী, জামাল হোসেন, মো. ইব্রাহীম চৌধুরী, ওবায়দুল হক রিকু,
তালহা রহমান মুন্না, মোহাম্মদ সোহেল, জয়নাল আবেদীন, মো. সাহেদ হাবিলদার, মো. মঈনুদ্দীন,
সরফ উদ্দীন, রবিউল হাসান সৌরভ, আবদুল জলিল, সাদ্দাম হোসেন, শহিদুর রহমান, মোজাম্মেল হক, ওয়াজ উদ্দীন, মোহাম্মদ সেলিম, মো. আকবর, মাকসুদুল হক রিপন, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ সুমন চৌধুরী, মফিজুর রহমান, মনিরুল ইসলাম ও সুমন বড়ুয়া।

অপরদিকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পাল্টা আরেকটি ২ সদস্যের জেলা কমিটির তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে ওঠে। সাতকানিয়ার শফিকুল ইসলাম রাহীকে সভাপতি ও পটিয়ার জমির উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেন নিজেকে কেন্দ্রীয় সভাপতি দাবি করা মোহাম্মদ রেজাউল কবির দীপু ও সাধারণ সম্পাদক দাবি করা সৈয়দ নুরুল আল আমিন সম্রাট।

পাল্টা কমিটির তালিকায় গত ১৫ ফ্রেব্রুয়ারি লেখা থাকলেও বুধবার ১৯ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা সেটি।

যদিও কেন্দ্রীয় মূল কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন মন্ডল বলেন, তথাকথিত যে কেন্দ্রীয় কমিটির নামে চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির অনুমোদন দিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে, তারা সম্পূর্ণ ভুয়া কমিটি। শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতাকর্মীদের এ নিয়ে কোনো প্রকার বিভ্রান্তি না হওয়ার আহ্বান জানান তিনি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm