অটোরিকশায় ফেলে যাওয়া ব্যবসায়ীর ১২ লাখ টাকা ১২ ঘণ্টায় উদ্ধার

চট্টগ্রাম নগরীর স্টেশন রোডে এক ব্যবসায়ী ১২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। সিএনজি অটোরিকশায় ভুলবশত ওই টাকা ফেলে যান তিনি।সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ১২ ঘণ্টায় এ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় খুলশী থানার আমবাগান থেকে অটোরিকশা চালকের তথ্য অনুযায়ী এই টাকা উদ্ধার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

জানা গেছে, নগরীর স্টেশন রোডের হোটেল নিজাম সংলগ্ন সড়কে সিএনজি অটোরিকশায় মালামাল তোলেন মো. টিপু সুলতান নামে এক ব্যবসায়ী। সেই মালামাল নামিয়ে দিতে গিয়ে অসাবধানতাবশত তার সঙ্গে থাকা ১২ লাখ টাকার কালো ব্যাগ অটোরিকশার ভেতরেই রেখে দেন। পরে সেই সিএনজি অটোরিকশাটি খোঁজাখুজি করে না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ পেয়ে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে খুলশী থানার আমবাগান থেকে সিএনজি চালক ও মালিককে শনাক্ত করে। চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যবসায়ীর ফেলে যাওয়া নগদ ১২ লাখ টাকা ব্যাগসহ উদ্ধার করে পুলিশ।

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, অভিযোগের পরপরই ওই এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে খুলশী থানার আমবাগানে সিএনজি চালককে পাওয়া যায়। এরপর চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যাগসহ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিএনজি চালক ও মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm