পিসিআইইউ ভলান্টিয়ার্সের ‘অন্নপূর্ণা ৩.০’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানবিকতার এক অনন্য উদাহরণ স্থাপন করল পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) ভলান্টিয়ার্স ফোরাম। তাদের উদ্যোগে টানা তৃতীয়বারের মতো শুরু হলো ‘অন্নপূর্ণা ৩.০’—যেখানে কাঁচা বাজার সামগ্রী বিতরণের মাধ্যমে কর্মচারীদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. নুরল আনোয়ার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, প্রক্টর মো. রাশেদ খান মিলন, সহকারী প্রক্টর তাসলিমা আক্তার ইরিনসহ বিশ্ববিদ্যালয়ের নানা দায়িত্বশীল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ভলান্টিয়ার্স ফোরামের লিডার কাজী মো. আমিন, কো-লিডার ঋদিকা দাশ তন্বী ও মুজতাহিদ হাসান, ট্রেজারার শ্রীশান্ত মহাজন এবং আইটি হেড মোহাম্মদ মারুফসহ সক্রিয় শিক্ষার্থীরা পুরো আয়োজনকে রঙিন করে তোলেন।

এই কার্যক্রম শুধু সহায়তাই নয়, বরং শিক্ষার্থীদের মাঝে সামাজিক দায়বদ্ধতার পাঠ ছড়িয়ে দেওয়ার এক বাস্তব অনুশীলন। পিসিআইইউ ভলান্টিয়ার্সের সদস্যরা জানান, মানবিকতার হাত প্রসারিত হলেই শিক্ষার আসল আলো পূর্ণতা পায়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm