চট্টগ্রামসহ দেশের তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। নতুন পদায়নে নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট করা হয়েছে। বর্তমান ডিসি ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেন।
নরসিংদীর ডিসি হয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং নওগাঁর ডিসি হয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হক।
নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ ডিসিতে একের পর এক রদবদল করছে সরকার। এর আগে গত ২৫ আগস্ট ছয় জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়—পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনায়।
তৎকালীন রদবদলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী পটুয়াখালীর ডিসি, আর পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন কুষ্টিয়ার ডিসি হিসেবে নিয়োগ পান।
মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজ কুড়িগ্রামের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম মেহেরপুরের, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান নেত্রকোণার এবং কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমান খুলনার ডিসি হিসেবে পদায়ন হন।
জেজে/ডিজে