অন্তর্বর্তী সরকারের মূলকাজ নির্বাচনের ব্যবস্থা করা

চট্টগ্রাম প্রতিদিনকে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান

অন্তর্বর্তীকালীন সরকারের মূলকাজ নির্বাচনের ব্যবস্থা করা। সেজন্য কিছু সংস্কার প্রয়োজন, যেগুলো না করলেই নয়। নির্বাচন যত দেরী হবে, জনগণের মধ্যে তত ক্ষোভের সৃষ্টি হবে। এর মধ্যে আমাদের দলের অনেকে অপকর্মে লিপ্ত হচ্ছে। অপকর্মের সঙ্গে যদি কেউ জড়িত হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নতুন দল গঠন হয়েছে, আমরা তাদের সাধুবাদ জানাই।

অন্তর্বর্তী সরকার, নির্বাচন, ছাত্রদের নতুন দল—এসব নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সঙ্গে কথা বলেছে চট্টগ্রাম প্রতিদিন।

অন্তর্বর্তী সরকারের ৬ মাসের শাসনকাল এবং প্রত্যাশা নিয়ে নাজিমুর রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজটি হলো, নির্বাচনের ব্যবস্থা করা। সেই লক্ষ্যে কিছু সংস্কারই প্রয়োজন, যেগুলো না করলে নয়। তারা যদি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থাটা করে দেয়, তাহলে তাদের জন্য মঙ্গল, দেশের মানুষের জন্য মঙ্গল।’

ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন আর শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে, নগর বিএনপির এই নেতা বলেন, ‘এটা একটা পাগলের প্রলাপ। শেখ হাসিনাকে এখনও দেশে আনতে পারে নাই, তার বিচার কীভাবে হবে। সরকারের টাকায়, রাজনৈতিক দল গঠন করেছে। এই দলকে প্রতিষ্ঠা করতে, তারা এসব কথা বলছে।’

ছাত্রদের নতুন দল বিএনপির সঙ্গে কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, জানতে চাইলে নাজিমুর রহমান বলেন, ‘নতুন দল গঠন হয়েছে, আমরা তাদের সাধুবাদ জানাই। প্রতিদ্বন্দ্বী কে হবে না হবে, সেটা ভোটের মাঠে প্রমাণ হবে।’

বিএনপি বারবার নির্বাচন চাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা চাই, জনগণ তাদের অধিকার প্রয়োগ করুক। যদি জনগণ আমাদের ভোট দেয়, আমরা জনগণের সেবা করব। ক্ষমতায় না গেলে, জনগণের সেবা কীভাবে করব?’

বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নানা অপকর্মে জড়ানো ও তাদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপের বিষয়ে নাজিমুর রহমান বলেন, ‘দলের কেউ যদি অপকর্মের সঙ্গে জড়িত হয়, সঠিক তথ্যপ্রমাণ থাকে, আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি।’

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম নগর বিএনপির এই সদস্য সচিব বলেন, ‘আমার কাছে এই পরিস্থিতির দুটি কারণ, প্রথমত পতিত স্বৈরাচারের দোসর, দ্বিতীয়ত যারা নির্বাচনটাকে পেছাতে চাই। এটা যৌথভাবে তারা করছে কিনা, আমার সন্দেহ হয়।’

চলতি বছরের মধ্যে নির্বাচন সম্ভব কি-না, এমন প্রশ্নে নাজিমুর রহমান বলেন, ‘আমি বিশ্বাস করি এই ডিসেম্বরের মধ্যে, নির্বাচন করা খুব একটা কঠিন না। নির্বাচন যত দেরী হবে, জনগণের মধ্যে তত ক্ষোভের সৃষ্টি হবে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm