ঈদে যাত্রীসেবা দিতে চট্টগ্রামের কারখানায় মেরামত হচ্ছে ট্রেনের ৯০ কোচ

প্রতিবছরের মতো এবারও রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের ওয়ার্কশপে ৯০টি নতুন-পুরাতন কোচ (বগি) মেরামত করা হচ্ছে। এসব কোচ দিয়েই ঈদে যাত্রী সেবা দেওয়া হবে। ডিজেল শপ কারখানায় ত্রুটি সারিয়ে ‘ব্যাকআপ’ হিসেবে প্রস্তুত রাখা হয়েছে ছয়টি লোকোমোটিভ (ইঞ্জিন)।

শনিবার (২২ মার্চ) চট্টগ্রাম রেল কারখানা ওয়ার্কশপ ও ডিজেল লোকমোটিভ ওয়ার্কশপে গিয়ে দেখা গেছে এমন চিত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, পাহাড়তলী রেলের ওয়ার্কশপ কারখানায় ঈদ উপলক্ষে এবার যাত্রী সেবায় নতুন-পুরাতন ৯০টি কোচ মেরামত করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৭০টি কোচ মেরামত শেষে টাইগারপাস মার্শালিং ইয়ার্ডে পাঠানো হয়েছে। বাকি ২০টি কোচের মেরামত কাজ চলমান রয়েছে। এছাড়া পাহাড়তলীর কারখানা ডিজেলশপে ৬টি লোকোমোটিভের
ত্রুটি সারিয়ে তা চলাচলের উপযোগী করে ‘ব্যাকআপ’ হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। যাতে প্রয়োজনে এসব লোকোমোটিভ যাত্রীসেবায় দ্রুত ব্যবহার করা যায়।

ডিজেল লোকোমোটিভ ওয়ার্কশপের তত্ত্বাবধায়ক এহতেশাম মো. শামস বলেন, ‘ঈদ উপলক্ষে ছয়টি লোকোমোটিভের ত্রুটি সারিয়ে প্রস্তুত করা হয়েছে। যাতে কোনো ট্রেনের লোকোমোটিভের ত্রুটি দেখা দিলে আমরা ব্যাকআপ থাকা লোকোমোটিভ থেকে ব্যবহার করতে পারি।’

পাহাড়তলী কারখানা শাখা বিভাগীয় তত্ত্বাবধায়ক মো. মোস্তাফিজুর রহমান ভূইয়া বলেন, ‘প্রায় ৭০টি কোচ ইতোমধ্যে মেরামত করে ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। বাকি ২০টি কোচ ২৬ মার্চের মধ্যে মেরামত কাজ সম্পন্ন হবে। এছাড়া চট্টগ্রাম কারখানায় মেট্রোরেল আদলে ২টি রেক (২২টি কোচ) সম্পূর্ণ প্রস্তত রাখা হয়েছে, যা ২৬মার্চ থেকে ঢাকা বিভাগের দুই রুটে চলবে।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm