হাটহাজারীতে কোটি টাকার সিগারেটসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের হাটহাজারীতে কোটি টাকার সিগারেটসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৬ হাজার ৩৮০ কার্টুন সিগারেট জব্দ করা হয়।

রোববার (২৩ মার্চ) উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আমান বাজার সংলগ্ন জয়নব কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দু’জন হলেন—রাঙামাটির বনরূপা এলাকার বাসিন্দা মো. শওকত আকবর (৩৪) এবং মানিকছড়ির সাপছড়ির ইউনিয়নের বাসিন্দা পিকআপ চালক মো. বাদশা (২৬)।

এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা জানিয়েছে, পিকআপে তল্লাশি করে ৬ হাজার ৩৮০ কার্টুনে বিদেশি ব্র্যান্ডে অরিস, মন্ড এবং এক্সওএসের ৬৩ হাজার ৮০০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়েছে।

জব্দ করা এসব সিগারেটের দাম প্রায় কোটি টাকা। ভারত থেকে সীমান্তপথে প্রথমে সিগারেটগুলো রাঙামাটিতে আনা হয়। এরপর সেগুলো চট্টগ্রামে আনা হচ্ছিল বাজারে ছাড়ার জন্য।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm