চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে যাওয়ার সময় গাছের ডাল ভেঙে পড়ে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম উত্তম দাস (৪২)। তিনি একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের বাড়ি ছন্দারীয়া গ্রামের কীর্তনীয়া গোপাল দাসের ছেলে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টায় পূর্ব গোমদন্ডী ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে উত্তম দাস গোসল করার জন্য তার বাড়ির পার্শ্ববর্তী ছন্দারীয়া নদীতে যাচ্ছিলেন। এ সময় একটি বড় আম গাছের শুকনো ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে। ঘটনাস্থলেই তার প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা দ্রুত তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজর্ষি নাগ বলেন, দুপুর দেড়টার দিকে স্থানীয় লোকজন উত্তম নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।
উত্তম দাস ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গত মঙ্গলবার তিনি বাড়িতে আসেন। মৃত্যুকালে তিনি ছোট দুই কন্যা, স্ত্রী, পিতা-মাতাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
ডিজে