আনোয়ারায় গীতাযজ্ঞ উদযাপনে নতুন পরিচালনা কমিটি

চট্টগ্রামের আনোয়ারায় ‘গীতাযজ্ঞ ২০২৬’ উপলক্ষে ১৭ সদস্যের উৎসব উদযাপন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান সমন্বয়কারী সুবীর চৌধুরী, আহ্বায়ক গৌতম চক্রবর্তী ও সচিব করা হয়েছে অমিত রুদ্র রুবেলকে।

শুক্রবার (৭ নভেম্বর) আলোচনা সভায় সবার সম্মতিতে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—সমন্বয়কারী কাঞ্চন সুশীল ও রুপন রুদ্র, যুগ্ম আহ্বায়ক চম্পক শীল, সুমন সুত্রধর, যুগ্ম সচিব ইন্দ্রজিৎ চক্রবর্ত্তী, ছোটন সুত্রধর, অর্থসচিব সুজন চক্রবর্তী, সহ-অর্থসচিব জিকু দাশ, প্রচার ও প্রকাশনা সচিব রনি চক্রবর্তী, সহ-প্রচার ও প্রকাশনা সচিব বিষ্ণু সুত্রধর, স্বেচ্ছাসেবক সচিব রতন আচার্য, সহ-স্বেচ্ছাসেবক সচিব রতন দাশ, ভান্ডাররক্ষক ভুপাল দাশ ও সহ-ভান্ডাররক্ষক করা হয়েছে লিটনআচার্য।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মন্দিরের সভাপতি অনুপ কুমার রুদ্র, কার্যকরী সভাপতি দিলীপ রুদ্র, সহ-সভাপতি কাঞ্চন দাশ, লিটন শীল, ভবতোষ চক্রবর্তী, সম্পাদক বিকাশ দাশ, যুগ্ম সম্পাদক দীপঙ্কর রুদ্র, অর্থ সম্পাদক সুপঙ্কর রুদ্র, পরিজিৎ চক্রবর্তী, সুমন চক্রবর্তী, সুমন রুদ্র, পল্লব চক্রবর্তী, সোনা সুত্রধর, নয়ন সুত্রধর, জয় সুত্রধর।

ksrm