পটিয়ায় ডায়নামিক ইলেভেনের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘গোল্ডেন স্পার্টান্স’

চট্টগ্রামের পটিয়ায় ডাইনামিক ইলেভেন আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ‘দ্যা শোডাউন কাপ অব ডায়নামিক ইলেভেন সিজন ২’ এর শিরোপা জিতেছে গোল্ডেন স্পার্টান্স। ফাইনালে তারা ৩-১ গোলের ব্যবধানে আয়রণ টাইটানসকে পরাজিত করে।

রোববার (৯ নভেম্বর) রাতে পটিয়া পল্লী বিদুৎ টার্ফে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এবারের টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়। উত্তেজনাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় গোল্ডেন স্পার্টান্স ও আয়রন টাইটানস। খেলার শুরু থেকেই মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল। শেষ পর্যন্ত আয়রন টাইটানসকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় গোল্ডেন স্পার্টান্স।

ফাইনাল খেলায় অতিথি ছিলেন রিয়াজুল ইসলাম রাজু, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু রুবেল দাশ, এসপি কোচিংয়ের শিক্ষক হৃদয় দে।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ডিজে

ksrm