s alam cement
আক্রান্ত
৫১৪৯৯
সুস্থ
৩৭৪৯৪
মৃত্যু
৫৭৩

ইউপি চেয়ারম্যানের কাণ্ড—স্লুইচ গেট বন্ধ করে মাছ চাষ, সরকারি জায়গা দখল করে স্থাপনা

অভিযানে গুঁড়িয়ে দিল প্রশাসন

0

চট্টগ্রামের সন্দ্বীপে আমানউল্লাহ ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত চৌধুরীর অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় কালভার্টের নীচে বাঁধ কেটে দখলমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) সকাল ১১টা থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন টানা দুই ঘণ্টা অভিযান পরিচালনা করে এসব সরকারি জায়গা দখলমুক্ত করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাদাত চৌধুরী প্রায় ২৫ বছর ধরে কালভার্টের নীচে বাঁধ দিয়ে স্লুইচ গেইট বন্ধ করে মাছ চাষ ও সরকারি জায়গা দখল করে ভোগ কর আসছিলেন। দখল করা জায়গার পরিমাণ এক একর ১০ দশক। এখানে রয়েছে কাঠগড় তহসিল অফিসের জায়গা, পুরাতন আকবার হাটের খাসজমি এবং পানি উন্নয়ন বোর্ডের জায়গা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মামুন বলেন, চেয়ারম্যান পানি উন্নয়ন বোর্ডের জায়গা ইজারার নিয়েছেন অজুহাত দিয়ে এতদিন ভোগ দখল করছিলেন। অভিযানের সময় ইজারার কাগজপত্র দেখাতে বললে তিনি দেখাতে পারেননি। পরে আমরা অভিযান পরিচালনা করে জায়গাগুলো দখলমুক্ত করেছি। এ বাঁধের কারণে পানি আটকে গিয়ে এলাকা প্লাবিত হয়ে যাওয়ার কারণে সৃষ্টি হত জনভোগান্তি। দখল করা জায়গাগুলো দখলমুক্ত হওয়ার পর এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানান তিনি।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm