ইপসা’র ৪০ বছরপূর্তি, চার দশকের পথচলায় নতুন স্বপ্নের উন্মেষ

দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)’ ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

মঙ্গলবার (২০ মে) ইপসার প্রধান কার্যালয়ে কেক কাটার মাধ্যমে এই আনন্দঘন অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং ফটোসেশন অনুষ্ঠিত হয়। ইপসা পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন উন্নয়ন সহযোগী ও শুভানুধ্যায়ীরা এ সময় উপস্থিত থেকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানের শুরুতে ইপসার বর্ষপূর্তি উপলক্ষে একটি ধারণাপত্র পাঠ করা হয়। এরপর ইপসার বিভিন্ন বিভাগের পক্ষ থেকে এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, ড. মো. আরিফুর রহমান পিএইচডি ডিগ্রি অর্জন করায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সেতার রুদ্রের সঞ্চালনায় আলোচনা পর্বে নবীন সদস্য শম্পা ও মিশকাত তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইপসার ম্যানেজমেন্ট অ্যাডভাইজারড শামসুন নাহার চৌধুরী লোপা, পরিচালক মো. শাহজাহান, পরিচালক (সামাজিক উন্নয়ন) নাছিম বানু এবং পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) মো. মনজুর মোরশেদ চৌধুরী।

ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান বলেন, ‘চলতি শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং যুব সমাজকে কার্যকরভাবে সম্পৃক্ত করা। ইপসা আগামী দিনগুলোতে এসডিজি বাস্তবায়ন, সবুজ উন্নয়ন এবং ডিজিটাল ক্ষমতায়নের দিকেই অগ্রাধিকার দেবে।’

তিনি আরও বলেন, ‘৪০ বছরের অভিজ্ঞতা আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করেছে। এখন সময় অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি, যুব নেতৃত্ব এবং পরিবেশবান্ধব উদ্ভাবনের মাধ্যমে একটি সমতাপূর্ণ সমাজ গঠনের দিকে এগিয়ে যাওয়া।’

১৯৮৫ সালে সীতাকুণ্ডে ড. মো. আরিফুর রহমানের নেতৃত্বে কয়েকজন উদ্যমী তরুণের হাত ধরে ইপসা প্রতিষ্ঠা হয়। দুর্যোগে সাড়াপ্রদানের মাধ্যমে কার্যক্রম শুরু করে ইপসা বিগত চার দশকে মাদক প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, আইনি সহায়তা, তামাক প্রতিরোধ, প্রতিবন্ধী অধিকার, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা, অর্থনৈতিক উন্নয়নসহ (ক্ষুদ্র ঋণ) বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm