ফিলিস্তিনিতে বর্বর হামলার প্রতিবাদে সব ধরনের ইসরাইলি পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে বনফুল অ্যান্ড কোম্পানি। এছাড়া তারা এ ধরনের সকল পণ্য মজুদ রাখা থেকে বিরত থাকতে পরিবেশকদের জানানো হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরিবেশকদের বিষয়টি জানান প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক আমানুল আলম।
বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে মানবতা বিবর্জিত কর্মকাণ্ড এবং নিরীহ নারী-শিশুদের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে আজ থেকে কোকাকোলা-পেপসি থেকে শুরু করে সব ধরনের ইসরাইলি পণ্য বনফুল শো রুমে বিক্রি ও মজুদ রাখা থেকে বিরত থাকার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে আপনাদের সহযোগিতা কামনা করছি।
ইসরাইলের হামলায় ধ্বংস হয়ে গিয়েছে রাফাহ শহরের ৯০ শতাংশ বসতবাড়ি। ১২ হাজার বর্গমিটার এলাকা সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে তাদের বাহিনী। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর চালানো অভিযানে ইতোমধ্যে নিহত হয়েছে ৫০ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি। তবে প্রকৃত মৃত্যু সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।