লালখানবাজারে বাস থেকে নামতে গিয়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের লালখানবাজার মোড়ে বাস থেকে নামার সময় আরেক বাসের চাপায় রিয়া মজুমদার নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রিয়া মজুমদার (২৪) নগরীর জামালখানের বাসিন্দা। তিনি গোল্ডস্যান্ডস গ্রুপ নামে একটি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করতেন।

রিয়া মজুমদারের মামাতো বোন সীমা জানান, সীতাকুণ্ড থেকে ছেড়ে আসা ৭ নম্বর রুটের বাস (চট্টমেট্রো ছ ১১-১৬১৫) থেকে লালখানবাজার মোড়ে নামতে গিয়ে রিয়া মজুমদার হোঁচট খেয়ে পড়ে যান। এ সময় দ্রুতগতির ২ নম্বর রুটের বাস (চট্টমেট্রো জ ১১-১৪১৬) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। আমরা খবর পেয়ে চট্টগ্রাম মেডিকেলে চলে এসেছি।

রিয়া মজুমদার অবিবাহিত ছিলেন এবং দুই বোনের মধ্যে তিনিই বড় বলে জানা গেছে।

কোতোয়ালী থানার এসআই আসাদুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তাদের স্বজনকে খবর দেওয়া হয়েছে।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm