রামুতে দুই অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

কক্সবাজারের রামুতে দুই অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

সোমবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ায় এ ঘটনা।

নিহত ব্যক্তির নাম গুরা মিয়া (৫৫)। তিনি ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের খামার পাড়ার বাসিন্দা। তবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, দুপুরে পূর্বপাড়ায় মাস্টার তাজ উদ্দিনের বাড়ির সামনে নাইক্ষ্যংছড়ির দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ ৮ জন আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে।

ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। মরদেহ রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm