উখিয়ায় দোকানের টিন কেটে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় টিন কেটে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন।

নিহত যুবক উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া গ্রামের ফরিদ আলমের ছেলে রিদুয়ান রহমান (২২)।

মঙ্গলবার (২২ জুলাই) ভোরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের জাদিমোরা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার মধ্যরাতের দিকে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির কাঠের দোকানে চুরি করতে যায় রিদুয়ান। তিনি দোকানের পূর্ব পাশের টিনের বেড়া কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। এসময় দোকানে স্থাপিত ফুল কাটার বৈদ্যুতিক মোটর থেকে শর্টসার্কিট হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, রিদুয়ান ব্যক্তি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm