চট্টগ্রামে ‘ভূমিদস্যু’ বিএনপি ও যুবদল নেতাসহ তিনজন কারাগারে

চট্টগ্রামে জমি দখল চেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় বিএনপি ও যুবদলের নেতাসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো তিনজন হলেন—বায়েজিদ বোস্তামী থানার ৪৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাফর আহাম্মদ খোকন (৪৩), বায়েজিদ থানা যুবদলের যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল (৪০) এবং পাঁচলাইশ থানার নাজিরপাড়ার মৃত সিরাজুল হকের ছেলে কামাল উদ্দিন (৪৬)।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৫ নভেম্বর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ড্রিমল্যান্ড আবাসিকে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের জমির সীমানা দেওয়াল ভেঙে আলমগীর হোছাইন নামের একজনের নামে সাইনবোর্ড টাঙিয়ে দেন অভিযুক্তরা।

ঘটনার প্রায় দুই সপ্তাহ পর, ৮ ডিসেম্বর জাহাঙ্গীর আলমের প্রতিষ্ঠানের ম্যানেজার মোহাম্মদ মহিন উদ্দীন পাঁচজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দেন পিবিআইকে।

পরবর্তীতে, গত ৮ মে পিবিআইয়ের এসআই আব্দুর রশিদ আদালতে দাখিল করা তদন্ত প্রতিবেদনে জমি দখলের অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করেন। এরপর ২ জুলাই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

বৃহস্পতিবার আত্মসমর্পণ করা তিন আসামি জামিন চাইলেও আদালত তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm