চট্টগ্রামের বোয়ালখালীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বিষপানে আত্মহত্যা করেছেন এক যুবক।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে রোববার তিনি বিষপান করেন।
নিহত যুবকের নাম সাইদুর রহমান (১৯)। তিনি পৌরসভার পূর্ব গোমদন্ডী ৫ নম্বর ওয়ার্ডের দরপপাড়ার মোহাম্মদ নাছেরের ছেলে।
জানা গেছে, সাইদুর রহমান খাকড়াছড়িতে মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন। এক সপ্তাহ আগে তিনি কর্মস্থল থেকে নিজ বাড়িতে চলে আসেন। বাড়িতে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না ধরেন তিনি। কিনে না দিলে পরিবারের সঙ্গে রাগ করে তিনি বিষপান করেন।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, গত রোববার রাত ৯টায় নিজ ঘরে সাইদুল বিষপান করার পর পরিবারের লোকজন তাকে বোয়ালখালী হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টায় মারা যান।
ডিজে