এভারেস্টজয়ী বাবর আলীকে সম্মাননা দিলো ‘এক্সপোজ ফিটনেস’

চট্টগ্রামের সন্তান এভারেস্ট জয়ী ডা. বাবর আলীকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ‘এক্সপোজ ফিটনেস’।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির আন্দরকিল্লা শাখায় এ উপলক্ষে ‘বিয়ন্ড লিমিটস অ্যাওয়ার্ড ২০২৫’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডা. বাবর আলী বলেন, এভারেস্ট হোক বা জীবনের অন্য যেকোনো লক্ষ্য Mind, Muscle, Money—এই তিনটি অপরিহার্য। তবে সবচেয়ে বড় শক্তি পজিটিভ মাইন্ডসেট। ৫৮ দিনের কঠিন ও বিপজ্জনক যাত্রায় মনোবলই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে। ফিটনেস মানে শুধু শরীর নয়, মনের প্রস্তুতিও সমান গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে ইন্টার্যািকটিভ প্রশ্নোত্তর পর্ব ছিল। যেখানে সদস্যরা ফিটনেস, মাইন্ডসেট ও চ্যালেঞ্জ জয় নিয়ে সরাসরি প্রশ্ন করেন।

এর আগে অর্ণিকা দাসের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ‘এক্সপোজ ফিটনেস’র অপারেশন হেড পুলক দত্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘এক্সপোজ ফিটনেস’র উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিল্লোল দত্ত, চট্টগ্রাম মেডিকেলের শিশুরোগ বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডা. নিউটন ঘোষ।

আরও উপস্থিত ছিলেন লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট অনুপ চৌধুরী, অ্যাডভোকেট শুভ্র সিংহ, ফিটনেস ও নিউট্রিশন স্পেশালিস্ট রাতুল দত্ত ও মনিরুল ইসলাম।

এছাড়া এক্সপোজ ফিটনেস’র পরিচালকবৃন্দ, প্রশিক্ষকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm