নিউমার্কেট মোড়ে বাসে আগুন, চালক-হেলপার আটক

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য প্রাণে বাঁচে যাত্রীরা। ঘটনার পর বাসচালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার সময় এই ঘটনা ঘটে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যাত্রী নিয়ে নিউমার্কেট এসেছিল বাসটি।

বাসে থাকা যাত্রী চট্টগ্রাম বিশ্বাবদ্যালয় শিক্ষার্থী এনামুল জানান, বিশ্ববিদ্যালয় থেকে বাসটি নিউমার্কেটে শেষ স্টপেজে যাত্রী নামানোর সময় এক লোক বাইর থেকে বাসটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। মুহূর্তেই গাড়িটি দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের লিয়াকত জানান, আগুন লাগার খবর পেয়ে সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে নন্দনকানন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে কোতোয়ালী থানা থেকে একটা টিম ঘটনাস্থলে অবস্থান করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm