১০ হাজার কেজি নারকেল নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ১০ হাজার কেজি ওজনের নারকেল নিলামে তুলছে কাস্টমস। আগামী ২৪ জুলাই সকাল ১১টায় কাস্টমস অকশন শেডে এ নিলাম অনুষ্ঠিত হবে।

রোববার (২০ জুলাই) চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনারের স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিলামে তোলা নারকেল চালানের মোট ওজন ১০ হাজার কেজি। এসব নারকেলের সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৮ লাখ ৫৫ হাজার ১৩৫ টাকা ৯৬ পয়সা। আগামী ২৩ জুলাই সকাল ১১টায় পণ্যটি সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাবেন আগ্রহী বিডাররা।

নিলামে সর্বোচ্চ দরদাতাকে ডাকমূল্যের ২০ শতাংশ জামানত সরাসরি ই-পেমেন্ট, চালান বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।

পরে সরকার নির্ধারিত ১০ শতাংশ আয়কর ও ১৫ শতাংশ ভ্যাটসহ অবশিষ্ট মূল্য পরিশোধ করে দ্রুততম সময়ে পণ্য খালাস নিতে হবে। পণ্য খালাসের আগে সর্বোচ্চ দরদাতাকে রাসায়নিক পরীক্ষায় পণ্যের বর্ণনা দেওয়া হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm