মুজিববাদী সংবিধানের মাধ্যমে পাহাড়ে জাতিগত বিভাজন সৃষ্টি, বান্দরবানে নাহিদ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭২ এর সংবিধান মুজিববাদী সংবিধান। এই সংবিধানে সকল জাতিগোষ্ঠীর অধিকার রক্ষা করা হয়নি। পরিকল্পিতভাবে পাহাড়ে জাতিগত বিভাজন করে রাখা হয়েছে। নতুন বাংলাদেশে ও সংবিধানের সকল জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা হবে। মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চালিয়ে যাবে এনসিপি।

শনিবার (১৯ জুলাই) রাত ৮টা ৪০মিনিটের সময় শহরের প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে অস্থায়ী মঞ্চে এনসিপির পথসভায় যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি।

দেশ গড়তে জুলাই পদযাত্রা এ কর্মসূচির আয়োজিত পথসভায় আহ্বায়ক নাহিদ ইসলাম, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, দেশ পুনর্গঠন, পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি, জুলাই সনদ বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বান্দরবান জেলাবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, বিচার ও সংস্কার করার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর পাহাড়ের সকল জাতিসত্বাকে পৃথক পৃথক স্বীকৃতি না দিয়ে, সকলকে বাঙালি বানানো চেষ্টা করার কারণে পাহাড়ে সমস্যা বেড়ে চলছে।

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, হাসিনার মত মাফিয়াতন্ত্র ও পরিবারতন্ত্রকে উৎখাতের করা হবে। পাহাড়ের জাতিগোষ্ঠী সকলের সমাধিকারে প্রতিষ্ঠায় কাজ করবে এনসিপি।

বান্দরবান জেলা এনসিপি সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মো. শহীদুর রহমান সোহেলের সভাপতিত্বে শহরের প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে অস্থায়ী মঞ্চে পথসভায় যোগ দিয়ে বক্তব্য রাখেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনপিসির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব নাহিদা সরওয়ার দিবাসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা। এছাড়া জেলার পদযাত্রা বাস্তবায়ন কমিটির মুখ্য সম্পাদক আ ছা ইম সায়েম হোসেন ও জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক লুক চাকমা।

রাত সাড়ে ৯টায় পথসভা শেষে এনসিপি’র কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামের উদ্দেশ্য বান্দরবান ত্যাগ করেন।

বান্দরবান এনসিপি নেতারা আরও বলেন, সারাদেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি গ্রহণ করে জাতীয় নাগরিক পার্টি। দেশের ৬৪ জেলায় এনসিপি দলের কেন্দ্রীয় কমিটি ঘোষিত দেশ গড়তে জুলাই পদযাত্রা অব্যাহত রয়েছে। এই কর্মসূচির ধারাবাহিকতায় দেশ গড়তে জুলাই পদযাত্রায় এনসিপি বান্দরবান জেলায় পদার্পণ করেছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm